সুনামগঞ্জে অসহায় এক কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবকলীগ
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের হাওরে যখন তীব্র শ্রমিক সংকট তখন কৃষকদের পাশে দাড়িয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার দিন ব্যাপি সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের দেখার হাওরে এক অসহায় কৃষকের ধান কেটে দেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এ সময় সংগঠনের নেতাকর্মীসহ কৃষকদের উৎসাহিত করতে হাওরের ধান কাটা মনিটরিং করতে যান সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে ধান কাটায় অংশ নেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সুহেল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়কযুগ্ম আহবায়ক মোঃ শিবলু আহমদ চৌধুরী, মোঃ জাহির আলী, রুবেল মিয়া, লক্ষণশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ ফরিদ মিয়া প্রমুখ।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে হাওরে ধান কাটা শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে। হাওরে কৃষকদের পাকা ধানের মৌ মৌ গন্ধে ভরে উঠলেও আবহাওয়া অফিসের নিদের্শনায় আগাম বন্যার আশঙ্কায় কৃষকরা যখন শংঙ্কিত তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের ধান কেটে দিচ্ছি।