রাত ১১:১০,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির মাসিক সভা শনিবার সকাল ১০টায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিসেট্রট মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডা শামস উদ্দিন,সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, এন এস আই উপ পরিচালক ডঃ মোঃ রফিকুল ইসলাম, ২৮ বিজিবির সহকারী পরিচালক মাহবুব হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক সাজেদুল হাসান, ইউএনও গণ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভায় আগামী ১৫আগস্ট জাতীয় শোক দিবস পালন, কোভিড ১৯মোকাবিলায় সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলা,মাদক নির্মূলের বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, পর্যটন কেন্দ্র গুলো তে ১৫আগস্ট পর্যন্ত পর্যটক দের আগমন বন্ধ রাখা এবং পরবর্তীতে সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া , নৌ পথে চাঁদা বাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো, হোটেল রেস্তরাঁ ও কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য বিধি মেনে চলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।