সুনামগঞ্জে আরও ২৮জন করোনা ভাইরাসে আক্রান্ত
নিউজ ডেস্ক :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে সুনামগঞ্জের আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নিউজ সুনামগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন।
তিনি জানান, এর মধ্যে সদর উপজেলায় ২৪জন, ছাতক উপজেলার ২জন ও জামালগঞ্জ উপজেলার ১জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলার একজনের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করালে তাঁর শরীরে করোনা উপস্থিতি শনাক্ত হয়।