সুনামগঞ্জে ঈদের দিনে চারজন পুলিশসহ ৮ জন করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার :
ঈদের দিনে সুনামগঞ্জের নতুন করে আরও ৪ জন পুলিশসহ মোট ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। সোমবার রাতে সুনামগঞ্জে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ পুলিশ লাইন্সের ৪ জন পুলিশ সদস্য ও ছাতক উপজেলার ৪জন রয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৬০ জন। যার মধ্যে জেলায় মোট ৮জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
জানাযায়, সোমবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৫০ জনের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় পাঠালে সেখানে ৮ জনের পজিটিভ আসে। নতুন শনাক্ত হওয়া ৮ জনকেই আইসোলেশনে নিয়ে আসার প্রক্রিয়া গ্রহন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আজ (সোমবার) সুনামগঞ্জের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে যার মধ্যে ৪ জন পুলিশ সদস্য রয়েছেন। আমরা তাদের দ্রুতই আসোলেশনে নিয়ে আসবো।