রাত ১০:৪৪,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ১০ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রি শুরু হয়েছে। রোববার সুনামগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ওএমএস’র চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এ সময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক পৌরসভা এলাকাধীন ওএমএস বিক্রয় কেন্দ্র ঘুরে দেখেন এবং দিনমজুর, রিক্সা চালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভবঘুরেসহ সকল সম্প্রদায়ের সকল কর্মহীন মানুষের নিকট সরকার নির্ধারিত ১০ টাকা মূল্যে চাল বিক্রির কার্যক্রম তদারকি করেন।