সুনামগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার :
বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থ্য বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ সদর এডিপি।
সোমবার (১৮ মে) সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সূর্য্যরে হাসি ক্লিনিক, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, সানক্রেড ওয়েলফেয়ার ফাউডেশন, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সদর হাসপাতালে বিতরণকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা: আশরাফুল হক, আবাসিক চিকিৎসক ডা: মো: রফিকুল ইসলাম ওয়ার্ল্ড ভিশনের হেলথ নিউটেশন স্পেশালিষ্ট পল্লব কান্তি, অপুর্ব চিসিম প্রমুখ।