রাত ৮:১৯,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১৭ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে করোনাভাইরাসে আরও ১৭ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৫৩ জন। বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জানাযায়, বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৪ টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে ১৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১৩ জন এবং দিরাই উপজেলার ৪ জন রয়েছেন। এছাড়া করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮ জন।
সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, সুনামগঞ্জে আজকে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের আমরা আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করবো এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোয়ারেন্টাইন নিশ্চিত করবো।