দুপুর ১২:২৫,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৩ জন

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সুনামগঞ্জে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ এ জেলায় আক্রান্ত হলেন ৯৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।
রোববার (২৪ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।
তিনি বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এদিকে রোববার নতুন আরও ৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৯৪ জন, সুনামগঞ্জে ৯৯, হবিগঞ্জে ১৫৯ ও মৌলভীবাজার জেলায় ৮৯ জন।