সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৩৪ জন
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৩৪ জন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এনিয়ে সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।
জানাযায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৪৮টি নমুনা পাঠানো হলে যার মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ৩৪টি পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে জেলার ছাতক উপজেলার ২২ জন, জামালগঞ্জ উপজেলার ৫ জন, তাহিরপুর উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, বিশ্বম্ভরপুর উপজেলার একজন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মোট ৮০জন। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, আজকের রিপোর্টে জেলার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমাদের করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৮০ জন। আজকে যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে।