রাত ১০:৪৯,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে করোনা আক্রান্ত আরও ৩ জন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন শনাক্ত হয়েছেন। শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৭৮৮ জন।
জানাযায়, সুনামগঞ্জ জেলার করোনার নমুনা সংগ্রহ করার জন্য সিলেটের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব স্থাপন করা হয়। প্রতিদিনের ন্যায় শনিবারও নমুনা পাঠানো হয়। সেখানে সুনামগঞ্জের ২৩টি নমুনা পরীক্ষা করা হলে তিনজন শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে দিরাই উপজেলার ২ জন এবং তাহিরপুর উপজেলার একজন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন।
সিভিল সার্জন ডা. শামস ‍উদ্দিন বলেন, আজকে সুনামগঞ্জে তিনজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাকিদের মতো তাদেরও আইসোলেশনে নিয়ে আসা হবে।