সন্ধ্যা ৭:২৫,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে কৃষকদের ধান কেটে দিল জেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে সুনামগঞ্জের হাওর এলাকায় পাকা ধান কাটার জন্য শ্রমিক সংকটে যখন কৃষকরা দিশেহারা তখন তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবলীগের নেতা-কর্মীরা। স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দেখার হাওরে নেতাকর্মীদের নিয়ে কৃষকেরদের বোরো ধান কেটে দেন জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব ইকবাল মাহমুদ বাবলু।
সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাসসহ দলীয় নেতারা ধান কাটায় অংশ নেন।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় আমরা সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি নেতা-কর্মী কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছি। জেলা প্রতিটি ইউনিটের নেতাকর্মীদেরও আহবান জানানো হয়েছে কৃষকদের পাশে দাড়ানোর জন্য।