সুনামগঞ্জে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে ছাত্রলীগ
নিউজ ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকল এলাকার সব ধরণের মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে।
ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে সকলকে। এ অবস্থায় দিনমজুর ও শ্রমিকদের সংসার কিছুটা টানা-পোরেনের মধ্যেই। দুঃসময়ে এই নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে সুনামগঞ্জের ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসুচি শুরু করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।
এসময় প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, তেল আলু ও সাবান বিতরণ করে ছাত্রলীগ কর্মীরা। কয়েক শত দরিদ্র মানুষের মধ্যে নিয়মিত এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কথা জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়েজ ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সফিকুর রহমান রনি, সাইফ উদ্দীন, সুজন, জালাল, নয়ন, সেলিম, জুয়েল, ফাহিম, শামসুজ্জামান, শাকিব আমজাদ আহমদ, রাহাত, রহাসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।