সুনামগঞ্জে দায়িত্ব পালনকালে মারা গেলেন বিজিবি কমান্ডার
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে দায়িত্ব পালনকালে শ্যামল সরকার নামে এক বিজিবি কমান্ডারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নারায়ণ তলা ডলুরা বর্ডার হাটে দায়িত্ব পালনকালে তার মৃত্যু হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকালে নায়েক সুবেদার শ্যামল সরকার সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে সদর উপজেলার নারায়ণ তলা ডলুরা বর্ডার হাটে দায়িত্ব পালন করতে যান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তার সঙ্গে থাকা বিজিবির অন্য সদস্যরা তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নায়েক সুবেদার শ্যামল সরকারের বাড়ি বরিশাল জেলায়। তিনি নারায়ণ তলা ডলুরা বর্ডার হাটে কমান্ডারের দায়িত্বে ছিলেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শ্যামল সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জানান, সব রকম আনুষ্ঠানিকতা শেষে শ্যামল সরকরের মরদেহ তার গ্রামের বাড়ি বরিশালে পাঠানো হয়েছে।