রাত ১০:১১,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে পূবালী ব্যাংকে মুজিব কর্ণার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সুনামগঞ্জ পূবালী ব্যাংকে মুজিব কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে শহরের আলফাত স্কয়ার রোড এলাকায় পূবালী ব্যাংকের সুনামগঞ্জ শাখায় এ মুজিব কর্ণারের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, পূবালী ব্যাংক লিমিটেড এর সিলেট প্রিন্সিপাল অফিসের সহ-ব্যবস্থাপক এরশাদুল হক, পূবালী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম মো. মশিউর রহমান খান, পূবালী ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার এজিএম ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য্য, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক, জাহেদ হাসান, নূর এ আলমসহ ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকরা।
এ ব্যাপারে পূবালী ব্যাংক সুনামগঞ্জ জেলা শাখার এজিএম ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য্য বলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এর নির্দেশনায় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস সম্বেলিত মুজির্ব কর্ণার স্থাপন করেছি। এতে আমাদের ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের মুক্তিযোদ্ধের ইতিহাস সম্পর্কে ধারনা পাবেন।