রাত ৮:৪৩,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বন্যার্ত মৎস্যজীবীদের পাশে আ.লীগ নেতা রুমেন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যায় হাওরপাড়েরর ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন।
শুক্রবার দিনব্যাপি সুনামগঞ্জ সদর উপজেলার হাসনবসত, গনিপুর,কালীপুরের হাওড়পারের বন্যার্ত শতাধিক মৎস্যজীবীদের মধ্যে এ সকল খাবার তুলে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত সিহাব, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, ব্যাবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক হাবীব আহমদ, সাবেক-সহ সম্পাদক তানভির আহমেদ প্রমুখ।
বিতরণকালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন এদেশের মানুষ না খেয়ে থাকবে না। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমি হাওরপাড়ের মানুষদের যতটুকু সামর্থ্য হচ্ছে তাদের মধ্যে খাবার বিতরণ করছি। আমি চাইবো আমার পাশাপাশি সমাজের বিত্তবানরাও যদি এ দুর্যোগের সময়ে বন্যার্তদের পাশে এগিয়ে আসেন তাদের এ দুর্যোগ আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবো।