সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
স্টাফ রিপোর্টার :
“প্রতিবন্ধিতা ও বৈষম্যহীন স্বদেশ, কুষ্ঠমুক্ত হোক আমাদের বাংলাদেশ” এই স্লোগানের মাধ্যমে সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬জানুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুনামগঞ্জ ইপিআই ভবনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল।
এছাড়াও বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা: মোহাম্মদ আশরাফুল হক, পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: ননী ভূষণ তালুকদার, সিভিল সার্জন অফিস পিও জাহাঙ্গীর আলম, লেপ্রা বাংলাদেশ মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সুনামগঞ্জ বক্ষব্যধি ক্লিনিক কনসালটেন্ট ডা: অতুনু ভট্রাচার্য্য, ডা:শাহীন আক্তার প্রমুখ