সুনামগঞ্জে ভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণকোর্স উদ্বোধন
নিউজ ডেস্ক :
সুনামগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকদের জন্য ৫ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্স উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
এসময় উপস্থিথ ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, নেজারত ডেপুটি কালেক্টর, সম্রাট হোসেন, এস.এম. রেজাউল করিম, রেভিনিউ ডেপুটি কালেক্টর, মোঃ রিফাতুল হক প্রমুখ।