সুনামগঞ্জে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে নতুন করে আরও ২৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে সিলেটের শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনার ফলাফলে ২৫জনের করোনা শনাক্ত হয় বলে জানান সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. ডা. শামস উদ্দিন।
এনিয়ে সুনামগঞ্জে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১হাজার ১৫জন। সুস্থ হয়েছেন ৫১২জন। মারা গেছেন ৭জন।
সিভিল সার্জন জানান, বুধবার নতুন করে ২৫জন শনাক্ত হওয়ায় সুনামগঞ্জে হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা।
বর্তমান পরিস্থিতি সামাজিত দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া উপায় নেই।
উল্লেখ্য, সুনামগঞ্জে গেল ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।