সন্ধ্যা ৭:১৪,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ২৩২ জন প্রবাসী!

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে প্রায় চার হাজার প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসলে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩২ জন।
সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, রোববার ইতালি, ফ্রান্স, ওমান, সৌদি আরব, যুক্তরাজ্য, মালয়েশিয়া ফেরত হোম কোয়ারাইন্টে রয়েছেন ২৩২ জন প্রবাসী। যার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৩জন, দোয়ারাবাজার উপজেলায় ৬ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১২ জন, তাহিপুর উপজেলায় ২৩ জন, জামালগঞ্জ উপজেলায় ১৯ জন, দিরাই উপজেলায় ২জন, ছাতক উপজেলায় ১৬জন, জগন্নাথপুর উপজেলায় ৮৬জন, দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় ২৮জন এবং শাল্লা উপজেলায় ৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
এ ব্যপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, এখন পর্যন্ত ২৩২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমরা সুনামগঞ্জে আসা সকল প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য মাঠ পর্যায়ে কর্মীরা কাজ করেছেন। এখন পর্যন্ত যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদের মধ্যে করোনার কোন উপসর্গ পাওয়া যায়নি।