সুনামগঞ্জে ৪০টি গাছসহ গাঁজাচাষী আটক
স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৪০টি গাঁজার গাছসহ সাত্তার মিয়া(৪০) একজনকে আটক করেছে র্যাব। রোববার উপজেলার মাইজেরটেক গ্রাম থেকে তাকে আটক কার হয়।
সাত্তার মাইজেরটেক গ্রামের মৃত হযরত আলী পুত্র।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে মাইজেরটেক গ্রামে অভিযান চালিয়ে সাত্তার মিয়ার বসত ঘরের পিছন থেকে ফসলি জমিতে চাষাবাদের জন্য রোপন করা ৪০টি কাঁচা গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি। এসময় বাড়ি থেকে সাত্তার মিয়াকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, জব্দ;কৃত মালামাল ও আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।