দুপুর ১:৩৯,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণার দাবি গ্রীস জাগপা’র

দ. সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা কে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গ্রীস শাখা।
রবিবার গ্রীসের স্থানীয় সময় রাত ০৮ টায় জাগপা গ্রীস শাখার উদ্যোগে গ্রীসের রাজধানী এথেন্সের ওমানিয়া  মক্কা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জাগপা গ্রীস শাখা সিনিয়র সহ-সভাপতি শানুর মিয়ার  সভাপতিত্বে সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার  দাবি  জানান  যুব জাগপা কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া।
এসময় তিনি বলেন, প্রতিবছর বর্ষায় সুনামগঞ্জের হাওরগুলো বন্যার পানিতে তলিয়ে যায়। এতে কৃষকের ফসল বিনষ্ট হয়। দুর্ভোগে পড়েন জেলাবাসী। ফলে হাওরাঞ্চলের মানুষের  কষ্ট কিছুটা লাগব করার জন্য তিনি সুনামগঞ্জ জেলাকে বন্যা দুর্গত অঞ্চল ঘোষণা করার জন্য সরকারের নিকট আবেদন জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ফেডারেশন ইন গ্রীসের সভাপতি ডাঃ মোঃ মহিম উদ্দিন, জাগপা গ্রীস শাখার উপদেষ্টা আকুল মিয়া , ছানাউর রহমান ছানা, রাজন  মিয়া, কবির মিয়া, শাহান শাহ, এবং তুহিন আহমেদ।