বিকাল ৩:০৬,   বৃহস্পতিবার,   ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা ছাত্রদল ও জেলার অধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্বান্ত মোতাবেক কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার চলমান আন্দোলন সংগ্রামে কার্যকর ভ‚মিকা রাখার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা, জেলার অধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখা সমুহকে সুশৃঙ্খ ও সংগঠনিকভাবে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৭দিনের মধ্যে (১৩ ফেব্রæয়ারি) তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করা হবে।
জেলার আহবায়ক কমিটি গঠনের ৪৫দিনের মধ্যে জেলার অধীন সকল ইউনিট কমিটি পুর্নগঠন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্বান্ত অনুমোদন করেন।