রাত ৩:২৬,   মঙ্গলবার,   ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম স্বপদে বহাল

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলমের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) থেকে তার উপর অর্পিত রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব সে স্বাভাবিক নিয়মে পরিচালনা করবে বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্তের অনুমোদন করেছেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে খবরটি নিশ্চিত করেন।