রাত ২:২৮,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের পুলিশ লাইন্সে দুই পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার করোনা রিপোর্টে তাদের রির্পোট পভেটিভ আসে।
আক্রান্ত দুই পুলিশ সদস্য হলেন নায়েক শিহাব উদ্দিন ও কনস্টেবল ফয়সল আহমেদ।
তারা দুইজন পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সুনামগঞ্জ সদর সার্কেল পুলিশের ফেইসবুক পেইজের মাধ্যমে জানা যায়। এই প্রথম সুনামগঞ্জের কোনও
পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, করোনা লক্ষণ দেখা দেয়ার পর থেকে ঐ পুলিশ সদস্যগণ জেলা শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইন্সের হাসপাতালের আইসোলেনে ছিলেন। ১৬ মে তাঁদের করোনা পরীক্ষা করা হয়। আজকে তাদের রিপোর্ট পজেটিভ আসে। তবে অপেক্ষাকৃত দুই সদস্য ভাল রয়েছেন। আশা করা যাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠবেন।