রাত ১১:১৯,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌর এলাকায় সাংসদ মা‌নি‌কের ত্রাণ বিতরণ

স্টাফ রি‌পোর্টার :
সুনামগঞ্জ পৌর এলাকায় বন্যা দুর্গত মানু‌ষের ম‌ধ্যে ত্রাণ বিতরণ ক‌রে‌ছেন জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মু‌হিবুর রহমান মা‌নিক।
বৃহস্প‌তিবার সকাল থে‌কে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেনের উদ্যোগে সুনামগঞ্জ পৌর এলাকার সরকা‌রি এস‌সি ব‌া‌লিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়‌কেন্দ্র, হাসননগর, শা‌ন্তিবাগ এলাকায় বন্যা দুর্গত‌দের ম‌ধ্যে ত্রাণ বিতরণ ক‌রেন।

এ সময় সুনামগ‌ঞ্জের পৌর মেয়র না‌দের বখত, আওয়ামী লীগ নেতা মোশা‌হিদ আলী, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি সু‌য়েব চৌধুরী, সি‌লেট মহানগর স্বেচ্ছা‌সেবক লী‌গের সহ সভাপ‌তি এম র‌শিদ আহমদ, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক সহ সম্পাদক তানভীর আহমদ, জেলা ছাত্রলীগ নেতা স‌ফিকুর রহমান র‌নি, এম‌ডি সাইফ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
এসময় সাংসদ মু‌হিবুর রহমান মা‌নিক ব‌লেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্যমত বানবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নি‌জে বানবাসী‌দের খবরাখবর রাখ‌ছেন সার্বক্ষ‌ণিক। প‌রে তি‌নি অকাল প্রয়াত সুনামগ‌ঞ্জের সি‌নিয়র সাংবা‌দিক আ‌বেদ মাহমুদ চৌধুরীর শহ‌রের হাসননগ‌রের বাসভব‌নে গি‌য়ে তার শোক সন্তপ্ত প‌রিবার‌কে সম‌বেদনা জানান।