সুনামগঞ্জের চার উপজেলায় যুবলীগের কমিটি গঠনের জন্য জীবনবৃত্তান্ত আহ্বান
স্টাফ রিপোর্টার :
সংগঠনকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে চার উপজেলায় নতুন আহবায়ক কমিটি গঠনের উদ্যেগ নিয়েছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
জেলার ছাতক, দোয়ারা বাজার, দিরাই ও শাল্লা উপজেলায় কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে জেলা শাখা।
বুধবার জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ সাক্ষরিত এক পত্রে বলা হয়, সংগঠনকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে চার উপ উপজেলায় যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পদপ্রত্যাশীরা ১৫ডিসেম্বরের মধ্যে জেলা শাখার অনুকূলে জীবরবৃত্তান্ত জমা দিতে হবে। জীবনবৃত্তান্তের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে।