সুনামগঞ্জে খাদ্য সহায়তা নিয়ে হিজড়া সম্প্রদায়ের পাশে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :
দেশে করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জে অবহেলিত হিজড়া সম্প্রদায়ের পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে হিজড়া সম্প্রদায়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন।
রোববার শহরের ষোলঘর সরকারি কলোনী মাঠে হিজড়াদের মধ্যে খাদ্য সহায়তা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ।
এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্র রায় উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যেগে শহরের ওয়েজখালী পয়েন্টে ১৫জন, বিশ্বম্ভরপু উপজেলায় ৪০ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ১০ জন জামালগঞ্জ উপজেলায় ১০ জন হিজড়াকে উপজেলা নির্বাহী অফিসারগণের মাধ্যমে খাদ্য সহায়তা দেয়া হয়।