দুপুর ১২:৩৩,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

সুনামগ‌ঞ্জে যুবলী‌গের উদ্যোগে ছিন্নমূল মানু‌ষের ম‌ধ্যে খাবার বিতরণ

স্টাফ রি‌পোর্টার :
শোকাবহ আগস্ট উপল‌ক্ষে সকল শহীদদের স্মর‌ণে ছিন্নমূল মানু‌ষের ম‌ধ্যে খাবার বিতরণ ক‌রে‌ছে সুনামগঞ্জ জেলা যুবলীগ।
বৃহস্প‌তিবার দুপু‌রে শহ‌রের পুরাতন কোর্ট এলাকায় ছিন্নমূল মানু‌ষের ম‌ধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা যুবলী‌গের আহ্বায়ক ও সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক শংকর চন্দ দাস, জেলা যুবলী‌গের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ,‌ জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সিতেশ তালুকদার মঞ্জু, সবুজ কা‌ন্তি দাস, সদর উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান অ্যাড‌ভো‌কেট আবুল হো‌সেন, সদর উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি এহসান আহ‌মেদ উজ্জ্বলসহ বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দ।