দুপুর ১২:৫১,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুরঞ্জিত সেন ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ

নিউজ সুনামগঞ্জ ডেস্ক :
সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সত্তরের প্রাদেশিক পরিষদের কনিষ্ঠতম সদস্য এবং স্বাধীন দেশের প্রথম সংসদের সদস্য, সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভায় বক্তারা বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত আপাদমস্তক একজন রাজনীতিবিদ ছিলেন। তাঁর ধ্যান, জ্ঞান ও সাধনায় ছিল দেশের মানুষের কল্যাণ সাধন। তিনি আজীবন শোষিত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।
সংগঠনের আহব্বায়ক হাবিব তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক তাপস সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, মহানগর আওয়ামীলীগ নেতা মুক্তার খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক যুগ্ম সাধারণ সঞ্জয় চৌধুরী, মুক্তিযোদ্ধা সুধীর দাস, অধ্যাপক প্রাণকান্ত দাস, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মহানগর তাতীলীগের আহবায়ক নোমান আহমদ।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সাদিকুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি, সাধারণ সম্পাদক মিফতাহউল হোসেন লিমন, দিরাই ছাত্রকল্যাণের উপদেষ্টা সৈয়দ আহমদ দুলাল, আবু ছালিম, নুর হোসেন চৌধুরী, আবুল হাসান পাবেল, রুবায়েল আহমদ শাকিল, সুব্রত হাজরা শচীন, ইমন চৌধুরী, দীপক অধিকারী, রুবায়েল আহমদ শাকিল, সুরঞ্জিত তালুকদার, মেনন আহমদ, হাবিবুর রহমান, সুমন বাপ্পী, জন কান্তি দাস, সাঞ্জব আলী, ইমরুল হাসান সজল, রবিউল হাসান, তোফায়েল আহমদ, অপু তালুকদার, রুকনুজ্জামান রুকন, এনামুল হক, রিপন সরকার প্রমুখ।