রাত ১০:১৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতির জামিনলাভ


জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জেরজগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়া জামিন পেয়েছেন ।
আজ সোমবার (১৭ আগষ্ট) সুনামগঞ্জের আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (জগন্নাথপুর) আদালতের বিচারক সুপ্রদীপ পাল শুনানী শেষে ছোট মিয়ার জামিন মঞ্জুর করেন। আদালতে ছোট মিয়ার পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট রুমেল আহমদ।
গত ১৩ আগষ্ট পুলিশ ফয়জুল ইসলামের দায়ের করা একটি অস্ত্র মামলায় সালেহ আহমদ ছোট মিয়া কে গ্রেফতার করে। এদিকে ওই মামলার আরেক আসামী সালিক মিয়াকে গতকাল বিকেলে পুলিশ গ্রেফতার করে আজ সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।
প্রসঙ্গত, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আবুল হাসান এর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সালেহ আহমদ ছোট মিয়ার মধ্যে সাম্প্রতিককালে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। যার জের ধরে দুই পক্ষের লোকজন সম্প্রতি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। যার প্রেক্ষিকে পুলিশ ৫ আগষ্ট আবুল হাসান এর পক্ষের সাইদুল হক কে গ্রেফতার করে এবং ১৩ আগষ্ট সালেহ আহমদ ছোট মিয়া কে এবং ১৬ আগষ্ট শেখ সালিক মিয়া কে গ্রেফতার করে।