রাত ১২:৩০,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র প্রার্থী পক্ষে প্রচারণা করায় ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

তাহিরপুর প্রতিনিধি 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সভায় উপস্থিত থেকে প্রচারণা করায় এক ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব মিয়া।

শনিবার(৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না স্বাক্ষতির দলীয় পেডে তাকে অব্যাহতি দেয়া হয়। 

তাতে উল্লেখ করা হয়,দলীয় শৃংখলা ভঙ্গ করে ডামি তামশার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী পক্ষে সভায় উপস্থিত থেকে প্রচারণা করায় ৫নং বাদাঘাট ইউনিয়ন ছাত্রদের সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হল। এই কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের 

সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না এর সত্যতা নিশ্চিত করেছেন।