সকাল ৬:৪৭,   শুক্রবার,   ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল হুদা চপল

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ থেকে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। এ ঘটনায় কাওসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং খায়রুল হুদা চপলের গাড়িচালকসহ তিনজন আহত হন।
রোববার রাতে সড়ক পথে ঢাকা যাওয়ার পথেই নরসিংদী জেলায় দুর্ঘটনার শিকার হন তিনি। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে খায়রুল হুদা চপলের ব্যাক্তিগত সহকারী অরিন্দম মৈত্র অমিয় বলেন, দুর্ঘটনায় উনার পায়ে গুরুতর আঘাত পেয়েছেন, বর্তমানে ঢাকার একটি হাসপাতালে উনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, সুনামগঞ্জ থেকে রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন খায়রুল হুদা চপল। সোনাইমুড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে তার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার দুমড়েমুচড়ে চপল ও তার গাড়িচালক গুরুতর আহত হন। সেই সঙ্গে অপর প্রাইভেটকারের কাওসার না‌মের এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হন।