সকাল ৭:৪৬,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিতে নিসচা’র

নিজস্ব প্রতিবেদক :
সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) আন্দোলন। রোববার (০১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা শাখার সভাপতি মহিম তালুকদার এতে লিখিত বক্তব্য পাঠ করেন।
এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরও ২০১৯ সালের ১ নভেম্বর প্রয়োগের দিন থেকেইপরিবহন সেক্টরের একটি অশুভ শক্তির বাধার কারণে আইনটি হোঁচট খাচ্ছে। যে কারণে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। আমরা সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়ন চাই।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুক মিয়া, মুহাম্মদআমিনুল হক, হিমাদ্রী শেখর ভদ্র, নিসচার প্রচার সম্পাদক কর্ণ বাবু দাস প্রমুখ।