রাত ৮:১৩,   সোমবার,   ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

হত্যা মামলার আসামী পালায়ন: ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

স্টাফ রিপোর্টার:
হত্যা মামলার আসামী কোর্ট থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে আসামী পালিয়ে যাওয়ার ব্যর্থতার কারণে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের বিষয়টি নিউজসুনামগঞ্জ.কমকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, কোর্ট পুলিশের এটিএআই মুজিবুর রহমান, সাব-ইন্সপেক্টর শাহ আলম, কনস্টেবল জহির মিয়া, মোসাদ্দেক ও কুবাদ আলী।
তাদেরকে বর্তমানে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত কাল বুধবার সুনামগঞ্জে জেল থেকে কোর্টের নিয়ে আসার পর ২০১৭ সালে দায়েরকৃত স্ত্রী হত্যা মামলা আসামী ইকবাল হোসেন (৩৫) পালিয়ে গেছে। বিকেলের দিকে কোর্ট থেকে ঐ আসামী পালিয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে পুলিশ জানিয়েছে পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় তিন সদস্য’র তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টার পাওয়ার দায়িত্বে অবহেলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।