সন্ধ্যা ৭:৫৪,   বুধবার,   ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রজব, ১৪৪৬ হিজরি

হাওরে কৃষকদের সঙ্গে ধান কাটায় জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :
সুনামগেঞ্জ হাওরে পাকা ধান কাটা শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার দেখার হাওরে কৃষকদের উৎসাহ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদও তাদের সঙ্গে ধান কাটায় যোগ দেন। সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষকদের সঙ্গে ধান কেটে উৎসাহ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সফর উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী(২) মো. সবিবুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাওরে বোরো আবাদের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক সংকট কাটাতে ইতোমধ্যে নানা উদ্যেগ নিয়েছি।