১টাকা কেজিতে সবজি বিক্রি করলেন সুনামগঞ্জের আবুল বাশার!
তাহিরপুর প্রতিনিধি :
সারা দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকট কালীন সময়ে কর্মহীন, বেকার হতদরিদ্র পরিবারের মধ্যে সরকারের পাশাপাশি খাদ্য সহয়তা প্রদানে এগিয়ে এসেছেন অনেক বিত্তবান ব্যক্তিও। সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আটা, ময়দা, পেয়াজ, সাবান ও মাস্ক বিতরণ করেছেন অসহায় লোকজনের মধ্যে। এর মধ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামড়াবন্দ গ্রামের ব্যবসায়ী আবুল বাশার। তিনি শনিবার সকালে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট বাজারের বাদামপট্রি রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইমন বেকারীরর সামনে বাদাঘাট ও পাশ্ববর্তী বড়দল উত্তর ইউনিয়নের ২শ কর্মহীন হতদরিদ্র পরিবারের মধ্যে ১টাকা কেজি দামে ৫শত কেজি বিভিন্ন জাতের সবজি বিক্রি করেছেন। যান মধ্যে ছিলো পুইশাঁক, করল্লা, কাচা মরিছ, টমেটো, চিচিঙা, বেগুন, মিষ্টি কুমড়া।
আবুল বাশার জানান, দূর্যোগকালীন সময়ে খাদ্য সহায়তা হিসেবেই তিনি ৪হাজার, ৫শত টাকার সবজি কিনে হতদরিদ্রদের মধ্যে তা ৪শত ৯০টাকায় বিক্রি করেছেন। এর আগেও তিনি তার নিজ গ্রাম তাহিরপুর উপজেলার কামড়াবন্দে অর্ধ্বশত পরিবারের মধ্যে ২১হাজার টাকার খাদ্য সহয়তা প্রদান করেছেন।