২১শে আগষ্ট গ্রেনেড হামলা : নিহতদের স্মরনে শহরে আলোচনা সভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :
ইতিহাসের বিভীষিকাময় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সুনামগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ আগস্ট) বাদ জুম্মা শহরের মোক্তারপাড়া এলাকার জেলা মহিলা সংস্থার কার্যালয়ে জেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য আরমানুল সিদ্দিক মান্না’র সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু লেইস রিজেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য পংকজ কান্তি দাস, জমির উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, যুবলীগ নেতা ইমরান হোসেন, মো. জুয়েল, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবাংশু তালুকদার বাপ্টু, ছাত্রলীগ নেতা সাগর ভট্টাচার্য, তন্ময় সেন, সাদাব আল রিজোয়ান প্রমুখ।