সন্ধ্যা ৭:২৪,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

৩শ পরিবারকে খাবারসামগ্রী দিলেন সাবেক কমিশনার রশিদ চৌধুরী

স্টাফ রিপোর্টার :
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অসহায় দরিদ্র ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রশিদ চৌধুরী ওরফে শেরিন চৌধুরী।
মঙ্গলবার সকালে পৌর শহরের দক্ষিণ আরপিন নগরস্থ এলাকায় নিজ বাড়িতে এসকল খাবারসামগ্রী তিনি বিতরণ করেন।
খাবারসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও একটি করে সাবান তিনশত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এ ব্যাপারে সাবেক কমিশনার আব্দুর রশিদ চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই অসহায় দরিদ্র মানুষের কষ্ট আরও বেড়ে গিয়েছে। আমি ও আমার পরিবারের সামর্থ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে ২০০ পরিবারের মধ্যে এ খাবারসামগ্রী বিতরণ করা হয়েছে আমরা আরও ১০০ পরিবারকে খাবারসামগ্রী প্রদান করবো।