৭১’র চেতনা সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :
‘মানবতার কল্যাণে, সময়ের প্রয়োজনে সদা জাগ্রত’ এই শ্লোগানকে বুকে ধারন করে প্রতিষ্ঠিত ৭১’র চেতনা সুনামগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
০৮ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে সংগঠনটির অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ৭১’র চেতনা সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দুর্জয় দত্ত পুরকায়স্থ।
সংগঠনের সাধারণ সম্পাদক এস. এ তাহের আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মাহমুদুল হাছান মাছুম, মাহবুব আলম, ফখরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক নিহার দেব, তামিম সারোয়ার।
এসময় আরও উপস্হিত ছিলেন অর্থ সম্পাদক লুৎফুর রহমান লাবিব, প্রচার ও জনসংযোগ সম্পাদক অভিজিৎ পাল, হুসনা আক্তার অমি, সমাজ কল্যাণ সম্পাদক ইসরাত জাহান, সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক আমেনা আক্তার, আইন বিষয়ক সম্পাদক তনুশ্রী দেবী দাস, মিলি আক্তার, রক্তদান বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, আখলিমা আক্তার বর্ষা, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, আসিফ মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান রিফাত, কার্যকরী সদস্য জাকারিয়া মাহমুদ, জয়নাল আবেদীন, সামসুল ইসলাম, আহমেদ সালমান প্রমুখ।
সভায় সাংগঠনিক কার্যক্রমকে তরান্বিত করার লক্ষে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।