রাত ৪:৪৬,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উজির মিয়া মারা যাওয়ার ঘটনায় জেলা প্রশাসন-পুলিশের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে তদন্তে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পৃথক দু’টি কমিটি গঠন করা হয়েছে। দু’টি কমিটিতেই তিনজন করে সদস্য রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিমকে। পুলিশের তদন্ত কমিটির প্রধান হলেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ।

এদিকে আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) দুপুরের পর শান্তিগঞ্জ উপজেলার পাগলা উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়েছে ।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, পরিবারের লোকজন ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সবকিছু স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। আমরা ঘটনার তদন্তে কাজ করছি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।