রাত ১১:২০,   শনিবার,   ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পনা মন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার:
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। রোববার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পকস্তবক অপর্ন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভ্যাকসিনের ব্যাপারে সরকার সব সময় সজাগ ছিল। উন্নত দেশের তুলনায় এখন বাংলাদেশে পরিমাণে ভ্যাকসিন দেয়া হচ্ছে। এখন পর্যন্ত সরকারি ভাবে দেয়া ভ্যাকসিন। তবে পরবর্তী সময়ে যদি কোনও কোম্পানি ব্যবসা করতে চায় সেটা সরকার আইন অনুযায়ী বিবেচনা করবে। কোনও কোম্পানি যদি ভ্যাকসিন উৎপাদন করে এবং সরকার সেটাকে অনুমোদন দেয় পরে আলোপনার মাধ্যমে বিবেচনা করা হবে। দামের ব্যাপারেও একই পথ অবলম্বন করা হবে। কিন্তু এখন পর্যন্ত সরকার সবাইকে বিনা মূল্যে করোনার ভ্যাকসিন দিচ্ছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, আমরা দেশের সকল জনগনকে কনোরা ভ্যাকসিন দিতে পারবও। সরকারের সেই পূর্ণ সক্ষমতা রয়েছে। ইতি মধ্যে ভ্যাকসিনের প্রচুর পরিমাণে অর্ডার দেয়া রয়েছে। একই সাথে ভ্যাকসিন ক্রয় করার জন্য আলাদা ভাবে টাকা রাখা আছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল, জেলা যুবলীগ নেতা ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, তাহিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমান ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন শামস উদ্দিন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।