সকাল ৬:৪৫,   রবিবার,   ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কৃষি খাতকে আধুনিকায়ন করতে হবে-পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকার কৃষি ও স্বাস্থ্য খাতকেই বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ’দুটি খাত একটি অপরের পরিপূরক। এই দুই খাত ছাড়া বাঁচতে পারবো না। চলতি বছরের বাজেট দুই মাস বাকি আছে, প্রধানমন্ত্রী দুই মাসে স্বাস্থ্য খাতে ২২হাজার কোটি খরচ করার সিদ্বান্ত নিয়েছেন। কৃষি খাতকে তুলে ধরতে হবে, আধুনিকায়ন করতে হবে। যাতে করে আমরা বেশি করে ফলন ফলাতে পারি।
পরিকল্পনামন্ত্রী বুধবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সাংবাদিতদেও প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ, মহিলা সংসদ সদস্য শামিমা শাহরিয়া, জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, পুলিশ সুপার মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, পৌর মেয়র নাদের বখত।