বিকাল ৩:৩৪,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গণস্বাস্থ্য স্যাটেলাইট স্বাস্থ্য সেবা’র হেলথ ক্যাম্প জগন্নাথপুরে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার জগদীশপুর মোহাম্মদগঞ্জ বাজারে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বিশেষজ্ঞ ক্যাম্প স্যাটেলাইট স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
ঢাকা হতে আগত মেডিসিন, গাইনী, চক্ষু, শিশু ও সার্জারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎকগণ প্রায় ৫০০ শত রোগী দেখেন। চিকিৎসা ফি নাম মাত্র ৫০ টাকা নেয়া হয়।
এছাড়া অল্প খরছে আল্টা, ইসিজি সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।
এর আগে দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদেরকে স্যাটালাইট স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্রিফিং করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আবদুল আউয়াল, জগন্নাথপুর উপজেলার সমাজসেবক হাজী সোয়েল আহমেদ খান টুনু, স্থানীয় পাগলা বাজার গণস্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম।
ঢাকা থেকে আগত চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীন গণস্বাস্থ্যের পরিচালক ডা. একে এম হালিমুর রেজা মিলন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গৌড় গোপাল সাহা, সহকারী রেজিস্ট্রার মেডিসিন ডা. মিলন খান, সহকারী রেজিস্ট্রার গাইনী নিপা বাড়ই , সহকারী রেজিস্ট্রার আল্টা ডা. বিভা, মেডিকেল অফিসার সার্জারী ডা. শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার শিশু সাইম ভূইয়া, মেডিকেল অফিসার জেনারেল ফিজিশিয়ান দীপংকর চৌধুরী, জুনিয়র মেডিকেল অফিসার ডা: মিম, ডাঃ সজিব, ডাঃ প্রিয়াংকা, ডাঃ মনিরা , ডাঃ অরিন ল্যাব টেকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার এবং স্বাস্থ্যকর্মী মাজেদা, মবিনা, ফারহানা, তারিনসহ ২১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা টিম।

এ ব্যাপারে গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, স্বাস্থ্য সেবা এটিম আজ ২৫ জানুয়ারী হতে ৩১ জানুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ জেলায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকগন বিভিন্ন স্থানে পরামর্শ ও অপারেশন করবেন।

আগামীকাল ঐ টিম নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়, নোয়াখালী বাজার , শান্তিগঞ্জ উপজেলায় সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্যাটালাইট স্বাস্থ্য সেবা দিবেন।