সন্ধ্যা ৭:২১,   বুধবার,   ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১০ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২২শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে ঢেউটিন, ত্রাণ ও চেক বিতরণ করলেন এমপি মানিক

ছাতক প্রতিনিধি:
ছাতকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলার ২৬ হতদরিদ্র পরিবারের মধ্যে ৫৫ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৬৫ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ছাতক দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩ পরিবারের মধ্যে ৪৬ বান্ডিল ঢেউটিন ও ১ লক্ষ ৩৮ হাজার টাকার চেক এবং ৩ পরিবারকে ৯ বান্ডিল ঢেউটিন ও ২৭ হাজার টাকার চেক প্রদান করা হয়। এদিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ১’শ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি করে চাল, ডাল, পিয়াজ, তেল, লবন, চিড়া-মুড়ি, সাবান, আলু ও আটা। ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য, জিপি এড. রাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, মোশাহিদ আলী, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বিল্লাল আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, হাজী জোয়াদ আলী, আব্দুস সালাম, এমএ কাদের, খায়রুল হুদা, ইসতিয়াক তানভীর, জসিম উদ্দিন ভূইয়া, ইউপি সদস্য মখসদুল হাসান আতর, আব্দুস সালাম, ফজলু মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলম প্রমুখ।