ভোর ৫:২৬,   শুক্রবার,   ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১১ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে মামুনুল হক গ্রেফতারে প্রতিবাদ : ১০ হেফাজত সমর্থক গ্রেফতার

স্টাফ রিপোর্টার :
হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিক্ষোভ মিছিল ও পুলিশের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ী ভাংচুরের ঘটনায় ১০ হেফাজত সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি রাত সাড়ে ১১ টায় নিউজ সুনামগঞ্জকে নিশ্চিত করেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন।
তিনি জানান, গত রোববার সন্ধ্যায় মামুনুল হক গ্রেফতারের খবরে তার সমর্থকরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংলগ্ন রাজাপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে মামুনুল হকের সমর্থকরা। এ ঘটনায় ঐ দিন রাতেই ছাতক থানার উপ-পরিদর্শক (এস আই) আতিকুল আলম খন্দকার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, আগামীকাল আমরা তাদের কোর্টে প্রেরব করবো, বাকি আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে। খুব দ্রুত এদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।