সকাল ৭:৩৭,   সোমবার,   ৩০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতক পৌর নির্বাচন : প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ছাতক প্রতিনিধি :
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে মোট ৪৯ প্রার্থী এখন প্রতীক নিয়ে মাঠে। ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী নৌকা প্রতীক ও বিএনপি’র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এদিকে কাউন্সিলর পদে পৌরসভার ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ (পানির বোতল), হাজী নাজিমুল হক (উটপাখি) ও আরজ মিয়া (টেবিল ল্যাম্প), ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুদীপ দে (পাঞ্জাবী), বেলায়েত হোসেন (পানির বোতল) ও আফরোজ মিয়া (উটপাখি), ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর লিয়াকত আলী (পানির বোতল), সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান (পাঞ্জাবী), কাওসার মিয়া চিশতী (টেবিল ল্যাম্প), রাসেল মিয়া (উটপাখি), আইনূল হক (ব্রীজ) ও বাহারাম আলী (ডালিম), ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ধন মিয়া (পাঞ্জাবী), সাবেক কাউন্সিলর ফারুক মিয়া (ডালিম), রাশিদ আলী (উটপাখি), রশিদ আহমদ (টেবিল ল্যাম্প) ও আব্দুল্লাহ মিয়া (গাজর), ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছাব মিয়া (উটপাখি), সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া (পাঞ্জাবী) ও খায়ের উদ্দিন (ডালিম), ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন (পাঞ্জাবী), দেলওয়ার মাহমুদ জুয়েল বক্স (টেবিল ল্যাম্প) ও মাহবুব মিয়া (উটপাখি), ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাপস চৌধুরী (পানির বোতল), লায়েক মিয়া (পাঞ্জাবী) ও হিমাংশু দাস উত্তম (উটপাখি), ৮ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মাসুক মিয়া (পাঞ্জাবী), আলী আহমদ (উটপাখি), জুবায়ের আহমদ (টেবিল ল্যাম্প) ও শফিকুল ইসলাম (পানির বোতল) এবং ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলোয়ার হোসেন (পানির বোতল), হাজী ছালেক মিয়া (উটপাখি), ও কয়েছ আহমদ (পাঞ্জাবী) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দ্বীতা করছেন। সংরক্ষিত ১ নং নারী আসনে বর্তমান কাউন্সিলর সামছুন্নাহার বেগম (আনারস), তহুরা আক্তার চৌধুরী কলি (চশমা), নূরেছা বেগম (টেলিফোন), শিপ্রা রানী দে (জবা ফুল) ও রোজিয়া বেগম রোজি (অটোরিকশা), সংরক্ষিত ২ নং আসনে বর্তমান কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী (অটোরিকশা), সাবেক মহিলা কাউন্সিলর সুতপা দাস (জবা ফুল) ও রুহেনা চৌধুরী (আনারস) এবং সংরক্ষিত ৩ নং আসনে বর্তমান কাউন্সিলর মিলন রানী দাস (আনারস), হুছনা বেগম নাজিয়া (হারমোনিয়াম), রত্না মালাকার (টেলিফোন), নাজমা বেগম (অটোরিকশা) ও নূরুন্নাহার (জবা ফুল), হোসনে আরা (চশমা) প্রতীক নিয়ে প্রতীদ্বন্দ্বীতায় রয়েছেন।