সকাল ৭:২৭,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান-ইউএনও-এসিল্যান্ড-স্বাস্থ্য কর্মকর্তা


জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলায় প্রথম দিনে করোনাভাইরাসের টিকা নিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর। এছাড়া জগন্নাথপুর থানার ওসি (তদন্ত( মোছলেহ উদ্দিন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদসহ ডাক্তার, নার্স এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মসুচী টিকা নিচ্ছেন।
আজ রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রেই তাঁরা টিকা নেন।
উপেজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন বলেন, জগন্নাথপুরে প্রথম ধাপে ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। নিবন্ধনের মাধ্যমেই এই টিকা দেয়া হবে। এরমধ্যেই ১৩০জন নিবন্ধন করেছেন। নিবন্ধন অনুয়ায়ী তাদেরকে টিকা দেয়া হচ্ছে।