বিকাল ৫:৩১,   রবিবার,   ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে দুইদিন ব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন

রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর:
“স্মার্টফোন আসক্তি পড়াশুনার ক্ষতি” এ স্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। দুই দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।
এ উপলক্ষে শনিবার (৮ জানুয়ারী) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা সহকারী প্রোগ্ৰামার আশীষ চক্রবর্ত্তী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত
বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে
১৩ ষ্টল বসেছে। মেলায় ষ্টলগুলো পরিদর্শন করেছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।