দুপুর ১:৩৮,   শনিবার,   ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে নামাজের মধ্যে মারা গেলেন এক বৃদ্ধ

রেজওয়ান কোরেশী, জগন্নাথপুর:
জগন্নাথপুর উপজেলায় এশার নামাজে সিজদারত অবস্থায় জমশেদ মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
মারা যাওয়া বৃদ্ধ উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার ( ২২ এপ্রিল) সাড়ে ৮টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে এশা ও তারাবি নামাজের জন্য অন্যান্য দিনের মতো স্থানীয় গ্রামের আধুয়া জামে মসজিদে যান জমশেদ মিয়া। এশার চার রাকাত ফরজ নামাজের জন্য জামাতের সঙ্গে তিনি নামাজে অংশ নেন। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের সময় সিজদারত অবস্থায় ওই বৃদ্ধ আর ওঠেননি। নামাজ শেষে লোকজন তাঁকে ডেকে কোনো সারাশব্দ না পেয়ে একজন মুসল্লি তাঁকে ওঠাতে গেলে তিনি মসজিদের মেঝেতে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে মীরপুর ইউনিয়নের ইউপি সদস্য মোস্তাক মিয়া জানান, নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় তিনি মারা গেছেন। সৌভাগ্যবান ওই ব্যক্তির নামাজে জানাজা আগামীকাল শনিবার (২৩ এপ্রিল) বেলা ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।