রাত ৩:৩৭,   রবিবার,   ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে পাঁচ দিনে টিকা নিলেন ৮শ৫৯

জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুরে আজ শুক্রবার সরকারি ছুটির দিনে টিকা কার্যক্রম বন্ধ ছিল। তবে গত ৫ দিনে টিকা নিয়েছেন ৮৫৯ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। ভ্যাকসিন নিয়ে ভয় আর শঙ্কা কেটে যাওয়ার পর থেকে টিকাদান কেন্দ্রেগুলোতে টিকা গ্রহণকারীদের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত কোনো টিকাগ্রহীতাদের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তাঁরা সবাই সুস্থ আছেন। টিকা কার্যক্রমের উদ্বোধনের পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত টিকা নিয়েছেন ৮৫৯ জন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, জগন্নাথপুরে প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুই করে দেওয়া হবে। শুক্রবার ব্যতিত অন্যসব দিনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।